পীরগঞ্জে স্পট মিটারিংয়ে বিদ্যুৎ সংযোগ

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 

পীরগঞ্জে স্পট মিটারিংয়ের মাধ্যমে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে ওই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম নুরুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, এজিএম (এমএস) মতিউর রহমান, সহকারী ক্যাশিয়ার রুহিনা আরজু, মিটার রিডার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, নতুন বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি, দালালদের দৌরাত্ম ঠেকাতে, সঠিক মুল্যে দ্রুত মিটার সংযোগ দিতে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস) এর অধীনে স্পট মিটারিং কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল ওই ইউনিয়নে ২ শতাধিক গ্রাহকের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের কাছ থেকে মিটার, সংযোগসহ মোট সাড়ে ৭’শ টাকা করে নেয়া হয়েছে। এ ব্যাপারে জিএম নুরুর রহমান বলেন, ২০২১ সালের মধ্যে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কর্মসুচী রয়েছে। আশা করা হচ্ছে পবিস তার আগেই ২০১৯ সালের মধ্যে ওই কর্মসুচী বাস্তবায়ন করবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1894418179902967074

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item