পীরগঞ্জে ৩০ বছর ধরে রাস্তার মধ্যে বিদ্যুতের খুটি!

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) ঃ

পীরগঞ্জের একটি গ্রামের রাস্তার মধ্যে প্রায় ৩০ বছর আগে বৈদ্যুতিক খুঁটি পুতে গ্রামবাসীদেরকে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়েছে। রাস্তার মধ্যে খুটিটির কারণে এই দীর্ঘ সময়ে হাজারো পথচারী, গ্রামবাসী ও বিভিন্ন বয়সের মানুষ দুর্ঘটনায় পড়েছে। পল¬ী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার বলে-কয়েও সেটি সরানো সম্ভব হয়নি বলে গ্রামবাসী অভিযোগ করে।
উপজেলার চতরা ইউনিয়নের চতরা-সোনাতলা-ঘাসিপুর-ল্যাংরার ঘাট রাস্তায় ঘাসিপুর গ্রামের মধ্যে আবুল হোসেন ও আব্দুস সাত্তার মিয়ার বাড়ীর কাছে প্রায় ৩০ বছর আগে পল¬ী বিদ্যুৎ খুটি স্থাপন করে। ওই সময় গ্রামবাসী খুটিটি রাস্তার পাশে দেয়ার দাবী করলেও পল¬ী বিদ্যুতের লোকজন তা করেনি। তারা উল্টো বলেছে, এটি সরালে বিদ্যুৎ লাইনের ডিজাইন পরিবর্তন হবে। ঘাসিপুর আলিম মাদরাসা ও ঘাসিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ওই খুটির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। কিন্তু সেটি সরানোর ব্যবস্থা করছে না। গ্রামবাসী আব্দুনস সাত্তার ও আবুল হোসেন, গৃহবধু মমেনা বেগম, ছাবেরা বেগম জানান- রাতের বেলা ওই খুটির সাথে ধাক্কা লেগে অনেকেই হাত-পা ভেঙ্গে আহত হয়েছে। পীরগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির সাব-অফিসের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন- আবেদন পেলেই খুটিটি সরানো হবে। চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক প্রধান শাহীন জানান, আমি নব নির্বাচিত চেয়ারম্যান। আমি ওই এলাকায় গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পুরোনো সংবাদ

রংপুর 7277620943110911064

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item