পাগলাপীরে ডাষ্টবিন না থাকায় পরিবেশ হুমকির সম্মুক্ষিন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি:
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে নির্দিষ্ট কোন স্থানে ডাষ্টবিন না থাকায় দিন দিন পরিবেশ হুমকির সম্মুক্ষিন হয়ে পড়ায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানাগেছে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও জলঢাকা ডালিয়া বুড়িমারী সহ জনগুরুত্বপুর্ন ৫টি সড়কের দুধারে গড়ে উঠেছে ব্যাংক বীমা এনজিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান শপিংমল সহ নানা ব্যবসায়ী প্রতিষ্টান। অত্যান্ত দু:খজনক পাগলাপীর বন্দরের ৫টি সড়কের নির্দিষ্ট কোন স্থানে স্থাপন করা হয়নি ডাষ্টবিন। ফলে ডাষ্টবিন না থাকায় সড়কের উপর যত্রতত্র পড়ে আছে ব্যবহৃত ময়লা কাগজপত্র পলিথিনসহ নানা আবর্জনা। জানা যায় পাগলাপীর বন্দরের একশ্রেনীর কান্ডজ্ঞানহীন ব্যবসায়ী মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্টানের ব্যবহৃত ময়লা আবর্জনা প্রতিষ্টান  দোকানের পার্শ্বে কিংবা সড়কের ধারে স্থুপ করে রাখায় একটু বৃষ্টিপাতের পানিতে সেখান হতে পচা দুর্গন্ধ সরাচ্ছে। এর ফলে একদিকে পাগলাপীর বন্দরের পরিবেশ নষ্ট হচ্ছে ্অন্যদিকে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে পাগলাপীর বন্দর

পুরোনো সংবাদ

রংপুর 2419763901705460325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item