পীরগঞ্জে সাংবাদিক ছাড়াই তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ! সাংবাদিকদের ক্ষোভ

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ

পীরগঞ্জে কর্মরত সাংবাদিক ছাড়াই উপজেলা পর্যায়ে তথ্য অধিকার, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। এতে পীরগঞ্জের ৬ টি সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন । গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কর্মসুচী হয়েছে।
সুত্র জানায়, ঢাকা তথ্য কমিশনের স্মারক নং- ১৫.৫১.০০০০.৬০৪.০১.০০১.১৬-২৫৯৮ (১৩/১০/১৬ইং) এর নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচী হয়েছে। এতে উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রন জানানো হয়নি। ওই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পীরগঞ্জের ইউএনও। অনুষ্ঠানটির ব্যাপারে পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সরওয়ার জাহান, পীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সম্পাদক আকতারুজ্জামান রানা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুল করিম সরকার, অপর পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সর্দার নুরুন্নবী রবু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাংবাদিকরা যদি তথ্য অধিকার বিষয়ে না জানেন, তাহলে সাধারন মানুষ কিভাবে তথ্য জানবে ? ওই অনুষ্ঠানে শুধুমাত্র বিএনপিপন্থী দু’জন সাংবাদিককে আমন্ত্রন জানানোয় আমরা ক্ষোভ প্রকাশ করছি। সাপ্তাহিক বজ্রকথার প্রকাশক-সম্পাদক সুলতান আহমেদ সোনা জানান- এখানে ২টি করে সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন পোর্টাল ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক থাকলেও তাদেরকে আমন্ত্রন জানানো হয়নি। মনগড়াভাবে ইউএনও ২জন কে ডেকেছেন। অপরদিকে ইউএনও কমল কুমার ঘোষ বলেন, এখানে সাংবাদিকদের কয়েকটি সংগঠনের ব্যাপারে তথ্য বিভাগকে জানিয়েছি। তথ্য কমিশনের নির্দেশ অনুযায়ী আমি পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে আমন্ত্রন করলে সভাপতি এবং একজন সাংবাদিক এসেছেন। তারা কোন দলের, আমার জানা নেই।

পুরোনো সংবাদ

রংপুর 3415989570866329547

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item