পাগলাপীরে হাতি দিয়ে চাঁদাবাজি অতিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন মহল।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি:
রংপুরের পাগলপীরে হাতি দিয়ে অভিনব চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পরছেন ব্যাবসায়ী  যানবাহনের মালিক চালক সহ বিভিন্ন মহল । জানা গেছে সাম্প্রতি কালে পাগলপীর বন্দরের বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্টান ও সড়কে চলাচলরত বাস ট্রাক কার মাইক্রো  অটো সিএনজি রিকসা ভ্যান সহ নানা যানবাহনের কাছ থেকে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে বেপরোয়া চাঁদাবাজি । চাঁদা দিতে অস্বিকার করলে হাতি পথরোধ কিংবা ব্যাবসায়ী প্রতিষ্টান এর সামনে থেকে নড়ছে না ।   এতে উৎসুক সাধারন মানুষজন ক্ষনিকের  জন্য আনন্দ উপভোগ করলেও বিপাকে পড়ছেন পাগলাপীর বন্দরের সর্বশ্রেনীর ব্যাবসায়ী সহ ৫ টি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালকরা । সরজমিনে পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কের ফেক্সিলোড ব্যাবসায়ী মোজাফর ,গালামাল ব্যাবসায়ী হেলাল ,চায়ের দোকানী শিমুল সৈয়দপুর রোডের নকশি স্টুডিওর আল-আমিন সহ বিভিন্ন মহল জানান এক সময়ে মানুষ শখ করে হাতিকে দেখলে খোরাক হিসাবে উপহার স্বরুপ তার সুরের মধ্যে নগত টাকা পয়সা দিত । কিন্তু এখন মানুষ দিতে না চাইলে তার ব্যাবসা প্রতিষ্টান কিংবা সড়কে চলাচলপথ গতিরোধ করা হচ্চে। এ অবস্থা পাগলাপীর বন্দরে প্রতি মাসে একবার থেকে দু বার হওয়ায় এখন উৎসুক সকলেই অতিষ্ট ।

পুরোনো সংবাদ

রংপুর 7301919988010368094

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item