পীরগঞ্জে ১০ টাকা কেজির চাল জমির মালিক চাকুরীজীবীর পরিবার বড়লোকের ঘরে!

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রির জন্য তালিকা তৈরিতে দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।  তালিকায় হতদরিদ্রদের নাম বাদ দিয়ে এলাকার বিত্তশালী, ১০ / ১৫ বিঘা জমির মালিক,ইটের ঘরবাড়ী, ব্যবসায়ী, সরকারী চাকুরীজীবীর স্ত্রী, মাধ্যমিক বিদ্যালয়ে এমপিও ভুক্ত শিক্ষকের স্ত্রী, ডিলারের স্ত্রী, একই পরিবারের স্বামী-স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করে চাল বিক্রি করা হচ্ছে বলে  অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে  জানা গেছে, রায়পুর ইউনিয়নের হতদরিদ্র এক হাজার সুবিধাভোগী পরিবারের মাঝ্যে স্বল্পমূল্যে (১০টাকা কেজি) চাল বিক্রির জন্য আব্দুল জলির ও রাখু নামের দু’জনকে  ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ডিলার আব্দুল জলিল রায়পুর  বাজারে দোকান ও গোডাউন ভাড়া নিয়ে ৫০০ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে এবং ডিলার রাখু বালুয়াহাটের দোকান ও গোডাউন ভাড়া নিয়ে ৫০০টি সুবিধাভোগী পরিবারের মধ্যে ১০ টাকা কেজি মূল্যে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করছেন। গত ৩ অক্টোবর  উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র আবুছালেহ মো: তাজিমুল ইসলাম শামীম রায়পুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ওই চাল বিক্রয়  কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়  ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা খাদ্য পরিদর্শকসহ  সংশি¬ষ্ট ডিলাররা উপস্থিত ছিলেন। সংশি¬ষ্ট কর্তৃপক্ষ  জানান    প্রতিমাসের শুক্র, শনি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চাল বিক্রয় করা হবে। একজন সুবিধাভোগী কার্ডধারী  মাসে একবার এবং মোট পাঁচ মাস চাল উত্তোলন করতে পারবেন।  নামের তালিকা মোতাবেক  এলাকায় ঘুরে তথ্যানুসন্ধান করতে গিয়ে জানা গেল তালিকা প্রনয়নে সংশি¬ষ্টদের দুর্নীতির  রকমফেরের নানান কৌশল।  রায়পুর বাজারের ডিলার  রায়পুর গ্রামের আব্দুল জলিল তাঁর স্ত্রী  মনোয়ারা বেগমের নাম তালিকায় রয়েছে।  যার ক্রমিক নং ২৪ ভোটার আইডি নং ৮৫১৭৬৭৫৫১৭৭৮৫।  একই গ্রামের পারুল বেগম স্বামী বয়েন ক্রমিক-৩১  আইডি নং ৮৫১৭৬৭৫৫১৮৪৫৫।  তার স্বামী বয়েন , পিতা- দ্বার বখশ,ক্রমিক নং ৭৮ ভোটার আইডি নং ৮৫১৭৬৭৫৫০৪০৪৮ । উলে¬খ্য ৭৮ ক্রমিকে নাম ছিলো পরশুরামপুর গ্রামের আবুলের পুত্র সাইফুলের। ভোটার আইডি নম্বরটিও তাঁর।  ওই গ্রামের মাজেদা বেগম ভোটার আইডি নং ৮৫১৭৬৭৫৫১৭৭৫৪ ক্রমিক-নং ৩৫, তাঁর স্বামী-আবু বক্কর পিতা-আব্দুল কাদের আইডি নং ৮৫১৭৬৭৫৫০৭৩২২ ক্রমিক নং ১১। বড় নিজামপুর গ্রামের সোবহানের পুত্র মিজানুর আইডি নং৮৫১৭৬৭৫৫০৪৪৭০ ক্রমিক নং ১০০ তাঁর স্ত্রী নাছিমা আইডি নং ৮৫১৭৬৭৫৫০৪৪৯৫ ক্রমিক নং ১০৪, একই গ্রামের  তাছির এর পুত্র মমতাজ আইডি নং ৮৫১৭৬৭৫৫১৭৬০৪ ্ ক্রমিক নং ৯২, তার স্ত্রী আনোয়ারা ক্রমিক নং ১২৪ আইডি নং ৮৫১৭৬৭৫৫০৪৭০৬ ,ওই গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র আতাউর রহমান, আইডি নং ৮৫১৭৬৭৫৫০৪৫৪১, আতাউরের স্ত্রী ফেরদৌসী আই ডি নং ৮৫১৭৬৭৫৫০৪৫৪৪, রায়পুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র ওয়াজেদ আলী আইডি নং ৮৫১৭৬৭৫৩৫৯২১৮ তাঁর স্ত্রী নাজমা বেগম আইডি নং ৮৫১৭৬৭৫৫০৭৪৮৮ এধরনের অসংখ্য নাম তালিকাভুক্ত করে চাল উত্তোলন করা হয়েছে।  রায়পুর ইউনিয়নের এক হাজার ২’শ ১৪ জন  হত দরিদ্র সুবিধাভোগীর অনেকের ঘর-বাড়ী পাকা, কেউ ব্যবসায়ী ,কেউবা  ৫ থেকে ১০ বিঘা  জমি-জমার মালিক, কারো কারো স্বামী সরকারী ও বেসরকারী চাকুরীজীবী ।  হতদরিদ্রদের নাম বাদ দিয়ে তালিকায় এলাকার 'বড়লোক'দের নাম, স্বামী- স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত প্রকৃত হতদরিদ্ররা। এখনো তালিকায় ২/৩ শতাধিক ব্যক্তির নাম রয়েছে যারা হতদরিদ্রের মধ্যে পড়েনা বলে দাবী করেন  তাঁরা। রায়পুর  ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সরকার  বলেন, অল্পদিনে  হাজার লোকের তালিকা করতে গিয়ে কিছু ক্রটি হতে পারে। তবে যাদের নাম তালিকায় এসেছে  তারাও স্বল্পমূল্যে চাল পাওয়ার উপযুক্ত। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল¬াহ  বলেন, তালিকায় কোনো ধনী ব্যক্তির নাম দেয়ার নিয়ম নেই।

পুরোনো সংবাদ

রংপুর 2603865212108900110

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item