পীরগঞ্জে ৮৫টি মন্দিরে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে

মামুনুর রশীদ মেরাজুল পীরগঞ্জ-রংপুর:
পৃথিবী মঙ্গল ও শান্তি কামনায় চলে দেবীর প্রার্থনা। ভক্তদের ভীড়  আর উলধ্বনি, ঢাক-ঢোল, কাসর ঘন্টার শব্দ, চন্ডিপাঠ সঙ্গীতের ¯িœগ্ধ সুরের ধারায় গতকাল পীরগঞ্জ উপজেলার শারদীয দুর্গাৎসবের মুল আনুষ্ঠানিকতা। নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায় এবৎসর উপজেলায় ৮৫টি মন্ডবে পুজার জন্য পীরগঞ্জ সাংসদ ড. শিরিন শারমিন চৌধুরীর পক্ষে খাদ্য সহায়তা ছাড়াও উপজেলা আঃ লীগের পক্ষ থেকে দলভিত্তিক পরিদর্শন সনাতন ধর্মাম্বলীদের সাথে কুশল বিনিময় ছাড়াও অর্থ সহায়তা প্রদান করা হইয়াছে। আইন শৃঙ্খলা সুষ্ঠ রাখার জন্য ৫১৯ জন পুরুষ-মহিলা আনসার পাশাপাশি থানা প্রশাসন মন্দির এলাকার স্বেচ্ছাসেবক মহল্লাদার, দফাদার, জনপ্রতিনিধিগণ সহ দলীয় নেতৃবৃন্দ সার্বক্ষনিক তদারকি করে আসছেন। সূত্রমতে ঝুকি পূর্ণ ও আধা ঝুকিপূর্ণ মন্দির গুলিতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। গতকাল উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম দলীয় নেতৃ¡বৃন্দসহ কুমেদপুর, মদনখালী, বড় আলমপুর, চতরা, কাবিলপুর, পাঁচগাছী, শানেরহাট, মিঠিপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে দলের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করেছেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, দলীয় নেতৃত্ববৃন্দ। ও সহযোগি সংগঠনের অর্ধশতাধিক নেতৃ¡বৃন্দ। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ ও সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান চতরা, কাবিলপুর, রায়পুর ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 7006138473044182559

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item