গংগাচড়ায় পূজামন্ডপ গুলোতে চলছে শেষ মুর্হূতের প্রস্তুতি

সফিয়ার রহমান কাজল, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আমেজ এখন উপজেলার সর্বত্র বইছে। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে আগামী কাল থেকে। দশমী বিহিত পূজা ও বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় উৎসব। উপজেলার ৯৩ টি পূজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম জানান গংগাচড়া উপজেলার ৯টি ইউনিয়নসহ থানা প্রশাসনের তদারকীতেও থাকবে খলেয়া ইউনিয়ন। এ ইউনিয়নে ১৬ টি পুজা মন্ডবে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে পূজা মন্ডবগুলো ঘুরে দেখা গেছে প্রতিমা শিল্পীদের শেষ মুহুর্তে রং তুলির আঁচড়, আলোকসজ্জা ও ডিজাইন ইত্যাদি। শারদীয় দূর্গা পুজার দার প্রান্তে বাজারে চলছে জোরেসোরে কেনাকাটার উৎসব। শাড়ী, তৈরী পোষাক ও কসমেটিকস এর দোকান গুলোতে বেচাকেনা গত দিনগুলোর থেকে তুলনামূলক বাড়ছে বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করে। অপর দিকে শাঁখা ও সিঁদুরের দোকানগুলোতেও কেনাকাটার প্রচুর ভিড় দেখা গেছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা। এছাড়াও মন্ডবগুলোতে স্থায়ী পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ থাকছে র‌্যাব, মোবাইল টিম ও স্টানবাই ফোর্স এবং ম্যাজিস্ট্রেটের তদারকি।

পুরোনো সংবাদ

রংপুর 6740188825123922665

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item