রংপুর নগরীর জিএলরায় রোডের ৯৫ মিটারের কংক্রিক্ট রাস্তার উদ্বোধন করেন মেয়র

হাজী মারুফ :

নগরীর জিএলরায় রোডের মাহিগঞ্জ সাতমাথা অংশের ৯৫ মিটারের কংক্রিক্ট রাস্তার রোববার রাতে  ফিতা কেটে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু (প্রতিমন্ত্রী) জন সাধারনের  চলাচলের জন্য উম্মুক্ত করেছেন।
রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, বিশিষ্ট সাংবাদিক ও রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ওয়াদুদ আলী, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, রংপুর দর্জি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ মিঠু, সাতমাথা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তৌফিকুর রহমান তপু, বিশিষ্ঠ ঠিকাদার হারুর-অর-রশীদ  প্রমুখ ।
উল্লেখ্য যে বাংলাদেশের  মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার টেকসই উন্নয়নের স্বার্থে (আরসিসি) কংক্রিক্ট রাস্তা করার অনুশাসন দিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ইতিমধ্যে রংপুর সিটি কর্পোরেশনের ১৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার কংক্রিক্ট রাস্তা নির্মান করা হয়েছে এবং চলতি অর্থবছরে ৪ কোটি টাকা ব্যয়ে  ৫ কিলোমিটারের কংক্রিক্ট রাস্তা নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1543219969541140697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item