জামার চেয়ে গেঞ্জি বড়, পীরগঞ্জে প্রধান শিক্ষকের নির্দেশ মানছেন সহকারী শিক্ষকেরা

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 
রংপুরের পীরগঞ্জে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ মানছেনা সহকারী শিক্ষকেরা। ফলে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হওয়ায়  কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে মিঠিপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা ইয়াসমিন গত ৩১/০৩/১৫ইং তারিখে ওই  বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই স্থানীয় ২ জন সহকারী শিক্ষক ছাদেক আলী ও হারেছা বেগম অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পাঠদান থেকে বঞ্চিত হয়ে প্রতিদিন ক্লাশ ছাড়াই হতাশ হয়ে ফিরছে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টায় ওই বিদ্যালয়ে গিয়ে  এ সত্যতা পাওয়া গেছে।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাদেক আলী ও হারেছা বেগম বিদ্যালয়ে এসে নিজেদের ইচ্ছা মত শিক্ষার্থীদের পাঠদান না দিয়ে পাশ্ববর্তী পানের দোকানে অবস্থান করেন । এবং সহকারী শিক্ষক ছাদেক আলী বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে সপ্তম থেকে অষ্টম শ্রেণির ছাত্র/ছাত্রীদের প্রাইভেট পড়ান এবং বার বার  অনুরোধ করা সত্বেও প্রথম সাময়িক পরীক্ষার খাতা মূল্যায়ন করে নম্বরপত্র জমা দেননি গত ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান মৃত্যু বার্ষিকী দিন বিদ্যালয়ে উপস্থিত থাকালেও ব্যঙ্গ বিদ্রুপ বিদ্যালয় ত্যাগ করেন বলে অভিযোগে উলে¬খ করা হয়েছে। অপরদিকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান সংক্রান্ত কোন শিক্ষার্থীদের নিকট থেকে ১০ টাকা করে অর্থ গ্রহণ নিষেধ থাকলেও ওই দুই সহকারী শিক্ষক ২৩১ জন শিক্ষার্থীদের কাছে উৎকোচ গ্রহণ করে সমস্ত অর্থ ২ শিক্ষক পকেটস্থ্য করেছেন। দিনের পর দিন দুই শিক্ষক স্কুল ছেড়ে যে যার মতো বাড়ীতে শুয়ে বসে দিন কাটাছেন বলে স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন মনে হয় ওই দুই শিক্ষক জামার চেয়ে গেঞ্জি বড়। এব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা ইয়াসমিন জানান শিক্ষকদের বার বার সতর্ক করে দেয়ার সত্বেও তারা নির্দেশ না মানায় শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন শিক্ষার্থীদের নিকট ১০ টাকা হারে টাকা নেওয়া অভিযোগটি পেয়েছি তবে সরেজমিনে পরিদর্শন করে দুই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশি¬ষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান জানান এ ধরনের কোন অভিযোগ পাইনি তবে পেলে ব্যবস্থা নিব।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3959546390852936722

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item