এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষক কর্মচারীদৈর মানববন্ধন

 ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৯ অক্টোবর॥
নীলফামারীতে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরে শহীদ মিনারের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান। স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদ্বীন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ।
বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা নিরলসভাবে ভবিষ্যৎ প্রজম্মের মাঝে শিক্ষার আলো ছড়ানোর কাজ করছে। এর পরও অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। বর্তমান সরকারকে শিক্ষাবান্ধন সরকার উল্লেখ করে শিক্ষার পরিবেশ অধিকতর উন্নত করতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
শেষে শিক্ষকদের দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি জেলা প্রশাসক জাকীর হোসেনের কাছে প্রদান করেন। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5884011149731330922

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item