নীলফামারীর উত্তরা ইপিজেডে পরিবার পরিকল্পনার সেবা কার্যক্রমের উদ্ধোধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩ অক্টোবর॥
দেশের আটটি ইপিজেডের মধ্যে নীলফামারীর উত্তরা ইপিজেডে বিবাহিত নারী ও পুরুষ শ্রমিকদের জন্য এবারই প্রথম চালু করা হলো পবিবার পরিকল্পনার সেবা কার্যক্রম। সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মজিবুর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানে ইপিজেডের শ্রমিক এমন তিনটি দম্পক্তির মাঝে পরিবার পরিকল্পনার উপকরন বিতরন করা হয়। এই ইপিজেডে প্রায় ৩০ হাজার নারী পুরুষ শ্রমিক রয়েছে। এর মধ্যে ২০ হাজার বিবাহিত।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহায়তায় সরকারের দেয়া পবিবার পরিকল্পনার সকল সেবা এখানকার নারী ও পুরুষ শ্রমিকরা পাবে।
এ উপলক্ষ্যে উত্তরা ইপিজেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার তানভির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ডাঃ জাহিদ হোসেন।
সভায় জানানো হয় উত্তরা ইপিজেডের ন্যায় ধাপে ধাপে বেপজার ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষে দেশের অন্যান্য সকল ইপিজেডে এই কার্যক্রম চালু করা হবে।#

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3281239281383265083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item