নীলফামারীতে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৮ অক্টোবর॥
নীলফামারীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য বিভাগের আয়োজনে আজ শনিবার সকাল ১১টার দিকে ইটাখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. হাফিজুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তৃতা দেন সিভিল সার্জন আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, শিক্ষক সুভাস চন্দ্র রায়, সাবেত আলী প্রমুখ।
মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন বিষয়ে জনগনকে সচেতন করে গড়ে তুলতে নেতৃস্থানীয়  ব্যাক্তিবর্গের করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক করেছেন। বিনামুল্যে ৩১ প্রকার ওষুধ সেখানে পাওয়া যায়। আমাদের দেশে মা ও শিশু মৃত্যুর হার এখন অনেক কমেছে।কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ ৩০জন অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 55953422310393829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item