নীলফামারীতে পল্লী বিদ্যুতের বকেয়া বিলের কারনে ৪৫টি সংযোগ বিচ্ছিন্ন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী-
বকেয়া বিলের কারনে পল্লী বিদ্যুতের ৪৫ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।

 জেলা সদরের সংগলশী ইউনিয়নের সংগলশী, কাচারী ও সোনারায় ইউনিয়নের বাবুর হাট এলাকায় অভিযান চালিয়ে ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অভিযানে অংশ নেন, নীলফামারী পল্লী  বিদ্যুৎ সমিতির উপ সহকারী মহা ব্যবস্থাপক রেজাউল করিম, সুবির দত্ত।
পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির বলেন, ৪৫ জন গ্রাহকের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির পাওনা রয়েছে এক লাখ ৯৬ হাজার ৭৩৫ টাকা। তাদের সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত তিনদিনের সময়  দিয়েছেন। ওই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। এ ছারা ১০টি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতে পার্শ্ব সংযোগ ব্যবহার না করার জন্য তাদের সতর্ক করেছেন ভ্রাম্যমান আদালত।  তিনি বলেন, বকেয়া আদায়ে অভিযান অব্যহত থাকবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 277781384462104449

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item