নীলফামারী চেম্বারের নির্বাচনের ভোট গ্রহন চলছে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৫ অক্টোবর॥
নীলফামারী চেম্বার অব কমার্স এ- ই-াস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা হতে ভোট গ্রহন শুরু হয় জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে। চলবে  টানা বিকাল ৪টা পর্যন্ত ।

নির্বাচনে প্রতিদ্বন্দীতায় রয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল।  সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার। অপরদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্বে রয়েছেন নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন জানান সুষ্ঠ  নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের সকল আয়োজনের মাধ্যমে ভোট শুরু হয় সকাল ১০টা হতে। গত বারের চেয়ে এবারের ভোটার সংখ্যা বেশী। গতবার সাধারণ গ্রুপে ভোটার সংখ্যা ছিল ২৯৩ জন। এবারে সেখানে ভোটার সংখ্যা ৮৮২ জন। অপরদিকে সহযোগী ভোটার সংখ্যা ৯৮ জন থেকে উন্নীত হয়ে এবারে দাঁড়িয়েছে ৩৬৩ জনে। এবারের নির্বাচনে ১৭টি পদে দুই প্যানেলে প্রতিদ্বন্দীতা করছেন ৩৪ জন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5069809948281801446

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item