বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

হাজী মারুফঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা, ছেলে এবং পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাঁশিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারমান আবদুল ওয়াদুদ জানান, পার্শ্ববর্তী আলতাফ হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের পার্শ্ব সংযোগ নিয়েছিলেন জয়মনিরহাট ইউনিয়নের খাঁশির ভিটা গ্রামের আজিজুর রহমান। বুধবার রাত ১০টার দিকে লাইনের তার ছিড়ে যাওয়ায় সংযোগ তার লাগাতে গিয়ে তারে জড়িয়ে যান আজিজুরের ছেলে সাইফুর রহমান (২৫)। তার স্ত্রী মমতাজ (২৩) তাকে বাঁচাতে গিয়ে নিজেও তারে জড়িয়ে যান। এ সময় আজিজুর রহমানের স্ত্রী ছবিরন (৪২) দৌড়ে গিয়ে তাদের শরীর স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান মা, ছেলে এবং পুত্রবধূ।

ভুরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারণে নিচে পানি জমে ছিল। বিদ্যুতের লাইন থেকে সংযোগ নেয়ার সময় হাত থেকে তার পানিতে পড়ে যায়। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5757333092629486278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item