কিশোরগঞ্জে কলেজ ছাত্রী নিখোঁজ প্রধান শিক্ষকসহ চার জনের নামে মামলা

মোঃ শামীম হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীসহ ৪জনকে আসামী করে অপহরনের দায়ে গত ১৪ অক্টোবর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৯।
মামলার সূত্র ও সরেজমিন পরিদর্শনে জানা গেছে,ওই প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে মাগুড়া কলেজপাড়ার ও কিশোরগঞ্জ প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী এনামুল হকের কলেজ পড়–য়া মেয়েকে প্রাইভেট পড়াতো। এর সুবাধে দুই পরিবারের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের ছলছুতো ধরে প্রধান শিক্ষকের ছেলে মেহেদী হাসান মেয়েটির কাছে প্রেম নিবেদন করেন। এক পর্যায়ে মেহেদী হাসান তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। কিন্ত মেয়ে ও প্রকৌশলী পিতা কেউই রাজি ছিল না। এতে ক্ষিপ্ত হয়ে গত ৬ অক্টোবর মেয়েটি পরীক্ষা শেষে মাগুড়া কলেজ থেকে বাড়ী ফেরার পথে মেয়েটিকে জোড় করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা প্রকৌশলী এনামুল হকের স্ত্রী ও মেয়েটির মা মেরিনা বেগম বাদী হয়ে প্রধান শিক্ষকসহ ৪জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা করে। অপহরণের ১৫ দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত মেয়েটির কোন সন্ধান পাওয়া যায়নি। অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন,মেয়েটি নিখোঁজ হওয়ার বিষয়ে আমি কোনভাবেই জড়িত নই। একটি মহল আমাকে ফাসানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদের সাথে কথা হলে তিনি জানান, মামালার আসামীদের গ্রেফতারের বিষয়ে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের গ্রেফতার করতে পারলে মেয়েটির সন্ধান নিশ্চিত হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6306319560516022850

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item