কিশোরগঞ্জে পুর্ব শত্রুতার জেরে গৃহবধুর মুখে এ্যাসিড নিক্ষেপ

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি মাছুয়াপাড়া গ্রামের ফরিদ হোসেনের স্ত্রী মায়ালী বেগমের (৩০) মুখে এ্যাসিড ছুড়ে  পালিয়েছে এক পাষন্ড। এ্যাসিড দগ্ধ গৃহবধুকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্যে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত ডাক্তার বলেছেন তার মুখের ১০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ অক্টোবর  বিকেল সাড়ে ৫ টার দিকে কিশোরগঞ্জ- তারাগঞ্জ সড়কের চন্ডির মন্ডবের উত্তর দিকে কোদাল ধোয়া ব্রীজের সন্নিকোটে।  এসিড দগ্ধ গৃহবধুর বাবা ইয়াছিন আলী ও তার মা লাইলী বেগম জানায়, আমাদের মেয়ে মায়ালী বেগমকে বিয়ের পর থেকে উত্যাক্ত করতো একই গ্রামের মরহুম জালাল উদ্দিনের ছেলে আব্দুর রফিক। এর আগে ওই মেয়েকে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্ঠা করে। এ সংক্লান্ত একটি মামলা কোর্টে চলমান আছে। মামলা নম্বর সি আর ৯০৪। মামলা করার পর রফিক আরো ক্ষেপে যায়। সুযোগ খুঁজতে থাকে বড় ধরনের ক্ষতি করার। ঘটনার দিন মেয়েটি তার নানার বাড়ি পুষনা থেকে বাড়ী ফেরার পথে চন্ডির মন্ডব নামক স্থানের কোদাল ধোয়া ব্রীজের উত্তর দিকে পেীছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা রফিক মায়ালীর মুখে এ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।  এতে তার বাম গালের সমুদয় অংশ পুরে যায়। কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেকের ডাক্তার গাউছুল আজম বলেন, মহিলাটির মুখে এ্যাসিড জাতীয় দাহ পদার্থ নিক্ষেপ করা হয়েছে। তার বাম গালের ১০ শতাংশ পুড়ে গেছে। এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সেজন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, ঘটনাটি জানার পর আমি মেডিকেলে গিয়ে খোজ খবর নিয়েছি। মেয়েটি সুস্থ হলে ব্যাবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8180749190053875533

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item