পীরগঞ্জে জেএসসিতে-৫৩১৪, জেডিসিতে-১০৮০, নবম শ্রেণিতে-১০৯ জন পরীক্ষার্থী

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শক্রমে সারা দেশের ন্যায় আগামী ১লা নভেম্বর পীরগঞ্জ উপজেলা ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট, জুনিয়র দাখিল সার্টিফিকেট ও এসএসসি (ভোকেঃ) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় উলে¬খিত পরীক্ষা নকল মুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র সচিব সহ সকলে অত্যন্ত নিষ্ঠার সাথে যথাযথ ভাবে দায়িত্ব পালনের জন্য পরামর্শ প্রদান করা হয়। দায়িত্ব ও কর্তব্য অবহেলার দায়ে কিংবা পরীক্ষার শৃংঙ্খলা কাজে কেউ যুক্ত হলে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ প্রয়োগের মাধ্যমে তার বিরুদ্ধে বিধি মতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বৎসর জেএসসি ৫৩১৪ জন, জেডিসি ১০৮০ জন ও নবম শ্রেণির সমাপনী-১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তথ্যমতে জেএসসি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ৬০৬ জন, পীরগঞ্জ কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ৬৬৫, চতরা উচ্চ বিদ্যালয়- ৫৩১ জন, চতরা বালিকা উচ্চ বিদ্যালয়- ৪৩৫ জন, ভেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয়- ৭৯৩ জন, ভেন্ডাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়- ৬২১ জন, হাজি বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়- ৪৪৮ জন, খালাশপীর উচ্চ বিদ্যালয়- ৪৯৭ জন, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়- ৫২৮ জন, নবম শ্রেণিতে সমাপনী পরীক্ষায় পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজে- ৬৬, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজে- ৪৩ জন, বাঁশপুকুরিয়া এসএসসি (ভোকেঃ) এন্ড বিএম কলেজ- ১৭৯, জেডিসিতে জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসায় ৯০১, পীরগঞ্জ ফাযিল মাদ্রাসায়- ৬০২ জন এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য একজন করে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7249328530314967303

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item