জলঢাকার প্রধান শিক্ষক মাহমুদুল হক শিক্ষা সফরে মালয়েশিয়া গমন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
২০১৩ সালে নীলফামারী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় জলঢাকা মাইজালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুল হক একাডেমিক সুপারিশ ও প্রফেশনাল ডেভেলপমেন্ট এর উপর শিক্ষা সফরের জন্যে নির্বাচিত হয়ে মালয়েশিয়া গেলেন। প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের তত্বাবধানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৪ --- ৩০ অক্টোবর পর্যন্ত এই শিক্ষা সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশের ১২ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ২ জন কর্মকর্তাসহ ১৪ জন প্রতিনিধি অংশগ্রহন করছে। বাংলাদেশের পক্ষে টিম লিডার হিসেবে নেতৃত্ব দিবেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সহকারি পরিচালক আব্দুর রউফ।  জলঢাকার  প্রাথমিক শিক্ষকদের মধ্যে এই প্রথম একজন শিক্ষকের বিদেশ সফর প্রসঙ্গে নির্বাচিত শিক্ষক মাহামুদুল হক বলেন - আমি গর্বিত কাজের স্বীকৃতি পাওয়ায়। ২০০৩ সালে পুর্ব গুলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ১ম যোগদান করি। পরে কাঠালী ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে এসে এলাকার শিশুদেরকে পাঠদানে মনোযোগী করতে কঠোর পরিশ্রম শুরু করি সহকারি শিক্ষকদের সাথে নিয়ে। প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সম্পৃর্ক্ত করে শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি করলে স্কুলটির সুনাম উপজেলায় ছড়িয়ে পরে। বর্তমানে আমি মাইজালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্হায় শিক্ষা সফরে মালয়েশিয়া যাচ্ছি। এরকম আন্তজার্তিক সম্মেলনে যোগদানের সুযোগ পাওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি সহ শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য,  সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে। তিনি ১৯৯৬ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এমএ পাশ করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8777746231084925208

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item