জলঢাকায় পাওয়ার টিলার বিতরণ

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদ চত্ত্বরে বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ১২ টি কৃষকদলের নিকট ১২ টি পাওয়ার টিলার বিতরন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশীদ, উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আকতার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান, খুটামারা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ শামীম উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে জলঢাকার কৃষির ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃষিতে যান্ত্রিকীকরণে গুরুত্বারোপ করাসহ কৃষক বান্ধব সরকারের কৃষিতে উন্নয়নের সাফল্যগাঁথা তুলে ধরেন। ১৫০০০/- টাকা জামানত ও ৫০০০/- টাকা ভাড়া মোট ২০০০০/- টাকা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা প্রদান করে পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ১২টি কৃষকদল এ পাওয়ার টিলার পাওয়ায় অনুষ্ঠানে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসহ উপজেলার অন্যান্য অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2840087417331230852

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item