জলঢাকায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকায় এক ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ব্যবসায়ী সমিতি। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধানের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগে জানা যায়, উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকনের ইন্ধনে তার সমর্থকরা ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনসসহ বিভিন্ন সময় চাঁদা দাবী ও উচ্ছেদের হুমকি প্রদান করে আসছে। গত ২৮ সেপ্টেম্বর চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে ওই ইউনিয়নের ব্যবসায়ীরা। অভিযোগে আরও জানা যায়, সম্প্রতি ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি ক্লাবঘর তৈরি করে ব্যবসায়ীদের নানারকম হয়রানী করে আসছে চেয়ারম্যান সমর্থকরা। এছাড়াও নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিজের স্বার্থে চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন ব্যবহার করে আসছেন বলে অভিযোগ করেন তারা। সম্প্রতি, বিদ্যালয় চলা অবস্থায় অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের জলঢাকা জিরোপয়েন্ট এনে প্রচন্ড রোদে দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে মানববন্ধনে অংশগ্রহণ করান অভিযুক্ত চেয়ারম্যান। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহানের কথা হলে বিষয়টি তিনি অবগত নন বলে জানান। নেকবক্ত বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বিমল চন্দ্র, জগদীশ চন্দ্র, সেরাজুল ইসলাম, ললিত চন্দ্র, আবেদীন, সুদর্শন, ছাইদুল, রনজিৎ সাংবাদিকদের জানান, খোকন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার সমর্থকরা চেয়ারম্যানের ইন্ধনে বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা দোকানঘর বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকনের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান জানান, তদন্ত সাপেক্ষে সেখানকার সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6591512523764280161

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item