জলঢাকায় প্রধান শিক্ষকগনের নেতৃত্ব বিষয়ক সম্মেলন।

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায়  বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষকগনের নেতৃত্ব বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আহছানিয়া মিশন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা হলরুমে এই সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ন বক্তব্যে রাখেন নীলফামারী -- ৩ সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বনিক, উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ - উজ - জামান সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান, প্লান ইন্টান্যাশনাল বাংলাদেশের বিভাগীয় ম্যানেজার আব্দুল কুদ্দুস, ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম ম্যানেজার দীপক কুমার  রায়, টেকনিকাল কো অর্ডিনেটর জিয়াউর রহমান প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম মোস্তফা এমপি শিক্ষকদের উদ্দেশে বলেন -- আপনাদের সঠিক নেতৃত্ব গুনেই পারে একটি প্রতিষ্ঠানকে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করতে। আমাদের শিক্ষাবান্ধব সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বাজেট দিয়েছে, আপনাদের মানসম্মত বেতন করে দিয়েছে।  তাই আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রাখতে পারেন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিকাল কো অর্ডিনেটর মমিনুর রহমান।

পুরোনো সংবাদ

নীলফামারী 1191774842190263174

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item