জলঢাকায় ভুমিহীনদের মাঝে জমির দলিল হশ্তান্তর।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি -
বাপদাদার বসতভিটা খাস জমি হওয়ায় সবসময় আতংকে থাকি কখন যে বাড়ী ভাংগি দিবে। পরিবার নিয়ে কোথায় যাব কোথায় থাকব এরকম অবস্হার মধ্যে হামার মত ভুমিহীনের পাশে দাড়িয়ে বসতভিটা সহ ২৫ শতক জমির দলিল গরীবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমার হাতে তুলে দিল ডিসি স্যার। দীর্ঘদিন পর বাড়ী ও জমির দলিল হাতে পেয়ে ভুমিহীন মনোয়ার আনন্দে আত্বহারা হয়ে আরো বলেন হামার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগ যুগ বেচে থাকুক। সোমবার দুপুরে জলঢাকা ভুমি অফিসের উদ্দ্যোগে উপজেলা ভুমি অফিস কার্যালয়ে গোলমুন্ডা ইউনিয়নের ১৪ জন ভুমিহীনের মাঝে ২০ থেকে ২৫ শতক করে জমির দলিল হশ্তান্তর করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, গুলমুন্ডা ইউনিয়নের তহসিলদার তহিদুল ইসলাম, সার্ভেয়ার উজ্জল কুমার রায় অফিস সহকারি আব্দুল গফুর প্রমুখ। এর আগে জেলা প্রশাসক জাকির হোসেন উপজেলা চত্বরে ডিজিটাল তথ্য সেন্টারের উদ্বোধন ও জলঢাকা থানা পরিদর্শন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4269885396194608710

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item