সুন্দরগঞ্জে ১০ টাকা কেজি চাল কর্মসুচিতে ৩ হাজার স্বচ্ছল ব্যক্তিদের নাম কর্তন

নুরুল আলম ডাকুয়া ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় ৩ হাজার স্বচ্ছল ব্যক্তির নাম কর্তন করেছে তালিকা প্রনয়ণ কমিটি।
    জানা গেছে, সরকার হতদরিদ্র মানুষের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করনের লক্ষ্যে  খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির প্রকল্প হাতে নেয়। এরই অংশ হিসেবে উপজেলায় ২২ হাজার ২শ ৭৪ জন হতদরিদ্র মানুষের নামের তালিকা বরাদ্দ মেলে। বরাদ্দকৃত নামগুলো উপজেলা প্রশাসন প্রতি ইউনিয়নে বিভাজন করলে ইউনিয়ন তালিকা প্রনয়ণ কমিটি কোন প্রকার সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত দলীয়করণ, আত্মীয়করণ ও স্বজন প্রীতির মাধ্যমে তালিকা প্রনয়ণ করেন। এনিয়ে অভিযোগ উঠলে উপজেলা প্রশাসন তা সংশোধনের নির্দেশ দেয়। নির্দেশ দিলে ইউনিয়ন তালিকা প্রনয়ণ কমিটি তরিঘরি করে তালিকা সংশোধন করলে ১৫ ইউনিয়নে ২ হাজার ৯শ ৪১ জন স্বচ্ছল ব্যক্তির নাম বাদ পরে। এর মধ্যে চন্ডিপুর-২১৭, শ্রীপুর-১৭৪, কঞ্চিবাড়ি-৪৫৯, হরিপুর-৭৮, বামনডাঙ্গা-৪১৫, সোনারায়-১২৪, তারাপুর-৩১৫, বেলকা-৬২, সর্বানন্দ-১৩৬, দহবন্দ-৩৯৪, রামজীবন-১২৬, ধোপাডাঙ্গা-১৩৬, ছাপড়হাটী-৯৭ ও শান্তিরাম ইউনিয়নে ২০৮ জন স্বচ্ছল ব্যক্তির নাম বাদ পরে। এনিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, ১০ টাকা কেজি দরে চাল বিতরণের নামের তালিকায় কোন ক্রমে স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভূক্ত হতে দেয়া হবে না। এরপরেও কোন স্বচ্ছল ব্যক্তির নাম থাকলে তা কর্তন করা হবে। তথ্য নিয়ে জানা গেছে প্রতিবন্ধি অসচ্ছল বয়ষ্ক ও অতিদরিদ্রদের ও নাম ১০ টাকা কেজির চালের কর্মসূচিতে অন্তরভুক্ত হয়নি। আবারো ৩ হাজার কার্ড কর্তন করে স্বজন প্রীতির মাধ্যমে নিজেদের লোকজনদের কে অন্তরভুক্ত করেছেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 328235299678696608

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item