ফুলবাড়ীতে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান।

মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে দুস্থ রোগীদের চক্ষু অপরেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার  শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালিত, আর্দশ বিদ্যাপীঠ এর উদ্দোগে ও ডিপ আই কেয়ার রংপুর এর সহযোগীতায়, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম প্রঙ্গনে এই চক্ষু সেবা প্রদান করা হয়।
ডিপ আই কেয়ার এর কো-অডিনেটর বদরুল হ্াছান রাজু বলেন, ডিপ আই কেয়ার ফাউন্ডেশনের চিবিৎসক ডাঃ ফারুক হোসেনের নেতৃতে,¡ ৮ সদস্যর একটি চিকিৎসক দল, সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা প্রর্যন্ত দু’শতাধিক  চক্ষু রোগীকে বিলামুল্র চিকিৎসা প্রদান করেছেন, এর মধ্যে ৩০ জন রোগীর বিনামূল্য ছানী অপরেশন করা হয়েছে এবং ১০০ জনকে চশমা প্রদান করা হয়েছে। এছাড়া বাকিদের চিকিৎসা পত্র প্রদান করা হয়েছে।
এ সময় রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি প্রবীন শিক্ষক অবিনাস চন্দ্র রায়,সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র, সেবাশ্রমের বর্ম্মচারী উজ্জল বর্ম্মচারী,আর্দশ বীদ্যাপীঠের অধ্যক্ষ স্বপন কুমার রায় উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীসহ আশ-পাশ এলাকার রোগীরা বিনা মুল্য চক্ষু সেবা নিতে সকাল থেকে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রঙ্গনে এসে ভিড় করতে দেখা গেছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 7985927940898114996

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item