ডোমারের বামুনীয়ায় পালিত হচ্ছে দূর্গা উৎসব

জাহ‌িদুল আলম প্রধান রফ‌িক-
মা দূর্গা মর্তে এসেছেন শান্তির বার্তা নিয়ে।অশুভ শক্তির বিনাশ আর সত্যের সুনিশ্চিত বিজয়,এই বিশ্বাস কে ধারন করেই প্রতিবছরের ন্যয় পালিত হচ্ছে নীফামারীর ডোমার উপজেলার বামুনীয়া ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের প্রানের উৎসব দূর্গাপুজা।এই ইউনিয়নে পুজার দশটি মন্ডপের আয়োজন করে সকল পুজামন্ডপ কমিটি।বামুনীয়ারদূর্গা মন্ডপগুলো হচ্ছে লাল বাজার দূর্গা মন্ডব,কাছারী বাজার দূর্গা মন্ডব,ঠাকুর বাড়ী দূর্গা মন্ডপ,ফূলবাড়ী দূর্গা মন্ডপ,শিয়াল ডাংঙ্গী দূর্গা মন্ডপ,সংগঠন দূর্গা মন্ডপ,নাঠুয়া বাজার দূর্গা মন্ডপ,বটতলী দূর্গা মন্ডপ.সন্ধারাণীদূর্গা মন্ডপ। তাছাড়া সরকারী ভাবে বরাদ্ধ দেওয়া হয়েছে প্রতি পুজা মন্ডপে ৫শ কেজী করে চাল।সুসজ্জিত প্রতিমা,সূশৃঙ্খল আনসার,ভিডিপি ও পুলিশী নিরাপত্তায় হিন্দু ধর্মালম্বীদের স্বতঃস্ফুর্ত অঃশগ্রহনউৎসব আমেজকে আরো বাড়িয়ে দিয়েছে।গতবারের চেয়ে মন্ডবগুলোতে সুসস্জিত একটু কম হলে ও ফুলবাড়ী পুজা মন্ডপে সবচেয়ে ব্যাপক আয়োজন করা হয়েছে।মনের আনন্দে দূর্গা ভক্তরা বিভিন্ন পুজামন্ডপে ঘুড়ছেন এবং মনের বাসনা কামনা করে মা দূর্গাকে ভক্তি করছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2999139119593799982

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item