ঝড়ে পড়া হার কমানোয় বিভাগীয় শ্রেষ্ট শিক্ষকের কার্যক্রম পরিদর্শনে ডোমারে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টারঃ
  রংপুর বিভাগীয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০১৬ এর বাছাই প্রতিযোগীতায় ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষমে শ্রেষ্ট  প্রধান শিক্ষক তানিয়া পারভীনের  কার্যক্রম  আজ মংগলবার দুপুরে  ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ,পরিচালক ( মনিটরিং ও মূল্যায়ন ),যুগ্ম সচিব  মো ঃসাবের হোসেন,রিসোর্স কর্মকর্তা (মনিটরিং  ও মূল্যায়ন )আব্দুল মান্নান,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বনিক ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ ।
পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বনিক জানান, সরকারের বাধ্যতা মূলক প্রাথমিক শিক্ষা  বাস্তবায়নে এ বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ।তাদের আন্তরিকার জন্যই বিশেষ চাহিদা সর্ম্পূন শিশুদের (অটিষ্টিক শিশু) বিদ্যালয়ে আনা সম্ভব হয়েছে ।শিক্ষকরাও তাদের ( অটিষ্টিক শিশু )আপন করে নিয়েছে ।সাধারন বাচ্চারাও তাদের মেনে নিয়েছে ।এটা খুবই ভাল লাগল ।
 উল্লেখ্য, রংপুর বিভাগীয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০১৬ এর বাছাই প্রতিযোগীতায় ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষমে শ্রেষ্ট শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন । জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে আগামী ১৫,১৬,ও ১৭ ই অক্টোবর তিন দিন ব্যাপী জাতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্টিত হবে । অত্র উপজেলা থেকে সেই সর্বপ্রথম জার্তীয় পযার্য়ে অংশ গ্রহন করছে ।প্রতিবছর শ্রেষ্ট শিক্ষক,বিদ্যালয়,ব্যাক্তি,প্রতিষ্টান,কর্মকর্তা,কর্মচার্রীসহ প্রায় ১৯টি ক্যাটাগরিতে  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয় ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4561950482872562921

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item