ডোমারে ঐতিহাসিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে একরামিয়া মাহবুবিয়া হাফিজুলিয়া ও আফজালুলিয়া দরবার শরিফে ৩০ তম ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। ২৯অক্টোবর শনিবার বাদ আছর হইতে থানাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে খন্দকার এরফানুল হক এমএম গদ্দিনিশীন পীর সাহেবের সভাপতিতে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন হাফেজ হযরত মাওঃ শরিফুল ইসলাম, দিনাজপুর। বিশেষ বক্তা হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, খতিব বায়তুল আমান জামে মসজিদ ডোমার, হযরত মাওঃ খন্দকার এজাহরুল হক সাজু, আরবী প্রভাষক এমএম। এসময়  ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ হযরত মাওঃ মোসলেহ উদ্দিন শাহ্, খন্দকার একরামূল হক বাদশা উপস্থিত ছিলেন। আওলাদে রাসুল হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ একরামুল হক মুর্শিদাবাদী (রহঃ) হলদিবাড়ী পীর সাহেবের বংশধর হিসাবে দির্ঘদিন ধরে তারা এই ছিলছিলা চালু রেখেছে। উক্ত ইছালে ছওয়াবে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত ও মুরিদাদের মিলন মেলায় পরিনত হয়েছে মাজার প্রাঙ্গন। পরিচালনা কমিটি জানান, সকলের সহযোগীতা পেলে আগামীতে এরচেয়েও আরো বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে বলে আশা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 669710580716732895

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item