ডোমারে বনবিভাগের রাস্তার গাছ কেটে নিয়ে গেছে পল্লী বিদ্যুৎ সমিতি

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমারে আজ বুধবার দুপুরে বন বিভাগের অনুমতি না নিয়ে আটটি গাছ কেটে নিয়ে গেছে নীলফামারীর  পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস ।
জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের আন্ধারুর মোড় এলাকায় পলী বিদ্যুৎ সমিতির নির্মাধীন জোনাল অফিসের সামনে আজ বুধবার দুপুরে রাস্তার আটটি মেহগনি গাছ কেটে নেয় নীলফামারীর পলী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের শ্রমিকরা ।
নীলফামারীর পলী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার  কামাল হোসেন জানান, গত ২/১ মাসে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছের সংস্পর্শের কারনে ১১/১২ জন মানুষ মারা গেছে । নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দুঘর্টনা এড়াতে উপরের নির্দেশে গাছ কাটা হয়েছে ।বনবিভাগের অনুমতি নেওয়া হয়নি ।নিলে ভালো হত ।
এ ব্যাপারে ডোমার বনবিভাগের ফরেষ্টার শহিদুল রহমান জানান,পলী বিদ্যুৎ সমিতি আমাদের কাছে কোন অনুমতি নেয়নি ।সদর বিট কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে ।এখনও ফিরেনি ।বিস্তারিত বলতে পারছি না ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2794099793853544299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item