ডোমারে প্রধান শিক্ষকের অবহেলায় মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নিতে পারেনি ১২ শিক্ষার্থী

আনিছুর রহমান মানিক-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ -
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুরপুর ইউনিয়নের দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার কারনে দশম শ্রেনীর মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নিতে পারেনী ওই বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী। পরীক্ষার অতিরিক্ত ফি চাওয়ায় এবং তা দিতে না পারায় পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
অভিযোগে জানা গেছে,দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ৩৬ শিক্ষার্থী রয়েছে। আজ রোববার তাদের বাংলা মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফি বাবদ ২শত ১০টাকা নির্ধারন করে স্কুল কতৃপক্ষ। পরীক্ষার দিনে ১২ শিক্ষার্থী পরীক্ষার ফি বাবদ ১শত ৫০টাকা করে জমা দেয়। জমাকৃত টাকা গ্রহন না করে সহকারী শিক্ষক আনিছুর রহমান এবং আব্দুর রাজ্জাক পরীক্ষার হল থেকে তাদেরকে রেব করে দিয়ে স্কুল মাঠে রোদে দ্বাড়িয়ে রাখে। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগ করেন। শিক্ষার্থীরা হলেন, পিয়ারুর ইসলাম রোল-১৪, রহিবুল ইসলাম রোল-২৯, স্বপন ইসলাম রোল-৩১, হুমাউন কবির রোল-১২, স্বপন ইসলাম রোল-২৩, আব্দুর রাজ্জাক রোর-১৮, বাকী রোল-২২, শামিম রোল-৩৩, লাবু রোল-৮। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়,তারা আমার কাছে আসেনি। এ রকম কোন ঘটনা ঘটেনি।এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান জানায়,পরীক্ষার ফি বাবদ এতো টাকা লাগে না।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 176302055561741181

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item