ডোমারে পূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে শ্বারদীয় দূর্গোৎসব উপলক্ষে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৯অক্টোম্বর রবিবার রাত ৮টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী চেয়ারম্যান পাড়া (যোগীর ডাঙ্গা) মন্ডবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা কমিটির সভাপতি বাবু শক্তিপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ (লোহাচাঁদ) দিজেন্দ্রনাথ রায়, সাংবাদিক আনিছুর রহমান মানিক. কমিটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, মানিক চন্দ্র, হরিদাস রায়, আকাশ চন্দ্র, হরিদাস সিংহ. নিতাই রায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান দেখতে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্ডব প্রাঙ্গন মিলন মেলায় পরিনত  হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালনা কমিটির সভাপতি জানান, দির্ঘ ২০বছর যাবত এই মন্ডবে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভা সহ কালী পুজা, লক্ষিপুজা  উৎসব পরিচালনা করে আসছি, শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে মত প্রকাশ করেন।
শনিবার ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে পুজা শুরু হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1401278362242973567

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item