ডোমারে অনৈতিক কাজে গ্রামীন ব্যাংক কর্মী আটক , তদন্ত কমিটি গঠন।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার চিলাহাটিতে অনৈতিক কাজে গ্রামীন ব্যাংক কর্মী আটক, তদন্ত কমিটি গঠন। গত রবিবার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দখাতা উলোটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও চিলাহাটি ব্রাঞ্চের গ্রামীন ব্যাংকের মাঠ কর্মী আনোয়ারুল ইসলাম(৩৫) তাদের ৩৪নং কেন্দ্রের ঋণগ্রহীতা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা কালীন বিবস্ত্র অবস্থায় এলাকাবাসী আটক করে গণধোলাই দেয়। জনরোস থেকে বাঁচাতে পুলিশের কাছে সোপর্দ্দ করে। পুলিশ রাতভর থানা হাজতে রেখে পরদিন  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানার কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে মামলা নং-১১৯ দায়ের করে, দন্ড বিধি ৫০৯ ধারা তোতাবেক ২হাজার টাকা জরিমানা করেন। এবিষয়ে শাখা ব্যবস্থাপক আবুল হাসেম জানান, মাঠকর্মী আনোয়ারুলের বিষয়ে হেড অফিসে নোট দিয়েছি, রংপুর বিভাগীয় অফিস থেকে ৩ সদস্যে বিশিস্ট তদন্ত টিম গঠন করা হয়েছে আগামী রবিবার তদন্ত শেষে তার বিরুদ্ধে অফিশিয়ালী ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী জানান, মহিলাটির স্বামী প্রবাসে থাকার সুযোগকে কাজে লাগিয়ে দির্ঘদিন ধরে তারা অবৈধ মেলামেশা করে আসছে। ম্যানেজারকে একাধিকবার মৌখিক ভাবে অভিযোগ করেও তিনি বিষয়টি কর্ণপাত না করায় এমনটি হয়েছে। আনোয়ারুল একজন লম্পট ও দুঃচরিত্র ব্যাক্তি সে এলাকায় থাকলে নোবেল বিজয়ী গ্রামীন ব্যাংকের মান ব্যাহত  হবে বলে তারা জানান। তার অপসারণের জোর দাবী জানান এলাকাবাসী।    

পুরোনো সংবাদ

নীলফামারী 5317911681772076712

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item