ফুলবাড়ীর দাইনুর সীমান্তে বাড়িতে তলাশি চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ আটক ২ ॥

মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি দাইনুর সীমান্তে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছেন।বৃহস্পতিবার দিবাগত রাত্রি দেড় টায় দিনাজপুর সদর উপজেলার কমলপর ইউনিয়নের দাইনুর সীমান্তের একটি বাড়িতে দাইনুর বিওপির হাবিলদার মোঃ সাবির আহমেদ গোপন সংবাদ পেয়ে তল্লাশী চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটককৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। আটককৃতরা হলেন সদর উপজেলার কমলপুর ইউনিয়নের হাই হাই অটোর গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ হারুন রশিদ (৩৭) ও কমলপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ শহিদ আলম (৩০)। অপরদিকে একই দিনে বিরামপুর উপজেলার ঘাসুরিয়া বিওপির হাবিলদার মোঃ আবুল বাসার গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত্রি ১টায় চৌঘরিয়া নদীর পাড়ে উৎ পেতে থাকলে চোরাকারবারিরা একটি পোটলা নিয়ে যান। এ সময় টহল দল ধাওয়া করলে পোটলা ফেলে দিয়ে পালিয়ে যান। আটককৃত পোটলাটি ক্যাম্পে এনে সেখান থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। যার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা। এ ব্যাপারে আটককৃত ২ জনের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে মাদক দ্রব্য আইনে দিনাজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি মাদক সহ ২ জনকে আটকের কথা জানান।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6821707626261427968

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item