ফুলবাড়ীতে আনন্দঘন পরিবেশে ঐতিহাসিক কালিপুজা মেলা ও পাঠা বলি অনুষ্ঠিত ॥


মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক কালিপুজা মেলা আনন্দ ঘন পরিবেশে পাঠা বলি অনুষ্ঠিত । প্রতিবারের ন্যায়, এ বারো গত ৫দিন থেকে শুরু হয়েছে ঐতিহাসিক কালিপুজা মেলা ।
ফুলবাড়ী পৌর বাজারের কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে এই মেলা বসেছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয় পাঠাবলি। দুর-দুরান্ত থেকে ভক্তরা পাঠা নিয়ে আসে বলি দেয়ার জন্য।
মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে আসা কালি দর্শনে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়, মন্দিরের মাঝেই চলছে পাঠাবলি, এছাড়া মন্দির প্রাঙ্গন জুড়ে বসেছে বিভিন্ন প্রসাধনী , শিশু খেলনা ও মিষ্টানের দোকান। পুজা উৎযাপন কমিটি বলেন এই মেলাটি ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মেলা ও  তাদের পরমপরা থেকে হয়ে আসছে, এবারো বসেছে ,আগামী ১৫দিন পর্যন্ত চলবে এই মেলা। এই মেলায় শুধুু ফুলবাড়ীর নয়, আশ-পাশ উপজেলা থেকেও দর্শনার্থীরা আসে কালি দর্শনের জন্য। এবার কালী মেলায় বিভিন্ন ধর্মীয় বই বিক্রয় করতে দেখাগেছে। মেলায় নিরাপত্তার জন্য ফুলবাড়ী থানার পুলিশ প্রশাসনকে দেখা গেছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 242825207765759847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item