সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই

ডেস্কঃ
সৈয়দ হক নামে খ্যাত দেশের সবচেয়ে জনপ্রিয় ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই (ইন্নাল্লিাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ৪ মাস চিকিৎসার পর ২ সেপ্টেম্বর সৈয়দ হক দেশে ফেরেন। তার মৃত্যুতে সরাদেশে শোকের ছায়া নেমে এসছে। দীর্ঘ দিনে ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত সৈয়দ হক ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্ম গ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়। সাহিত্যে অবদানের জন্য তাকে মাত্র ২৯ বছর বয়সেই তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও একুশে ও স্বাধীনতা পদকসহ সকল পদকই পেয়েছেন তিনি।
তারও আগে গত ১৫ এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে সৈয়দ হক তিনি লন্ডনে যান। সেখানে পরীক্ষার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। এর পরও সেখানে ক্যানসারের চিকিৎসায় তাকে কেমো ও রেডিওথেরাপি দেয়া হয়। দেশে ফেরার পর গত ১ সেপ্টেম্বর শরীরে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এর পর থেকে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন ম্যানেজার চিকিৎসক সাগুফা আনোয়ার লেখকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2993521696049569806

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item