সৈয়দপুরে ভিজিডি সুবিধাভোগী নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে  ২০১৭- ২০১৮ চক্রের ভার্নাএ্যাবেল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি, ভিজিডি) সুবিধাভোগী নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মো. জঙ্গী এতে সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই  স্বাগত বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী। তিনি  আগামী ২০১৭-২০১৮ চক্রে ভিজিডি সুবিধাভোগী নির্বাচন সংক্রান্ত সরকারী নীতিমালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন  সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন,  উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল হিমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. শাকেরিনা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, মো. জুয়েল চৌধুরী ও মো. হেলাল চৌধুরী প্রমূখ। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ৫০ বছর পর্যন্ত বয়সী দুঃস্থ মহিলা এ কর্মর্সূচির আওতায় আসতে পারবেন। তবে দুই সন্তানের জননী দুঃস্থ নারীরা বেশি অগ্রাধিকার পাবেন এ কর্মসুচিতে। বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরী শিক্ষার্থীর দুঃস্থ মায়েদেরও তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। তবে এতে শর্ত রয়েছে যে, সুবিধাভোগী মায়েরা তাদের কিশোরী মেয়েদের বাল্য বিবাহ দিতে পারবেন না। আর সরকারিভাবে কোন সুযোগ-সুবিধাভোগ করছেন এমন দুঃস্থ নারীরা এ সুবিধার আওতায় আসবেন না। 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী জানান, গত ২০১৫-২০১৬ চক্রে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভিজিডি সুবিধাভোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪শ’ ১৯ জন।  তবে এবারে এ সংখ্যা ৪০০ জন বাড়ানো হয়েছে। এতে করে এবারে উপজেলায় ভিজিডি সুবিধাভোগী সংখ্যা দাঁড়াবে ২ হাজার ৮ শ’ জনের বেশি। সুবিধাভোগী দুঃস্থ নারীরা আগামী ২০১৭ -২০১৮ দুই অর্থবছরে বিনামূল্যে জন প্রতি ৩০ কেজি করে চাল অথবা গম পাবেন সরকারীভাবে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8400497834465118343

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item