সৈয়দপুর উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বই বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর উপজেলা পরিষদের তথ্য,পরিকল্পনা ও বাজেট শীর্ষক একটি বই প্রকাশ করা হয়েছে। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আর্থিক সহযোগিতায় বইটি প্রকাশিত হয়। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে বইটি বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ওই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  মোছা. রওনক জাহান রিনু।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মো. জঙ্গী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও বইটির প্রকাশনা কমিটির আহ্বায়ক দীপক কুমার পাল।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,সাংবাদিক,এনজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন কর্মকর্তাদের হাতে বইয়ের কপি তুলে দেন।
প্রসঙ্গত,বইটি ছয়টি অধ্যায়ে প্রকাশিত হয়। প্রথম অধ্যায়ে রয়েছে ভূমিকা ও উপজেলা পরিচিতি। দ্বিতীয় অধ্যায়ে তথ্য সম্ভার, তৃতীয় অধ্যায়ে উপজেলা পরিষদের সম্পদ মানচিত্র, চতুর্থ অধ্যায়ে খাতভিত্তিক ভিশন,মিশন ও উন্নয়ন দৃষ্টিভঙ্গি,পঞ্চম অধ্যায়ে উপজেলা পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ষষ্ঠ অধ্যায়ে উপসংহার।
১১৬ পৃষ্ঠার বইটিতে উপজেলা পরিষদ আওতাধীন ১৭টি দপ্তরের সার্বিক তথ্য, পরিকল্পনা  ও বাজেট এবং উপজেলা ৫টি ইউনিয়নের বিভিন্ন তথ্য উপাত্ত সন্নিবেশিত হয়েছে। এছাড়াও উপজেলার  ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানসহ প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন গুরুত্ব  সরকারী দপ্তর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বইটির সম্পাদনার দায়িত্বে ছিলেন। আর বইটির প্রকাশনা কমিটির আহবায়ক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল।    

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7142258529197702190

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item