সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউপিতে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান


  তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নের উদ্যোগে জঙ্গী, সন্ত্রাস ও মাদকবিরোধী  এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।এতে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল আউয়াল ও পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম  (মোমিন)।সভায় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. লুৎফর রহমান খান সভাপতিত্ব করেন।এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের সৈয়দপুর এলাকা অফিসের লিগ্যাল এইড কর্মকর্তা মোঃ এনামুল হক প্রমূখ।সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চলেছি। ঠিক  এ সময়ে দেশের মধ্যে ইসলামের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের কারণে বর্হিবিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি  মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। তাই দেশের সব ধরনের সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ড প্রতিরোধে সবাইকে এক সঙ্গে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।  মরণ নেশা  মাদকের কবলে পড়ে আমাদের দেশের উঠতি যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতা বাড়নোর প্রতি গুরুত্বারোপ করেন ওই  মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বাঙ্গালীপুর ইউনিয়নের চোমুহণী বাজারের সুরধ্বনী সঙ্গীত নিকেতনের শিল্পীরা  মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8605574690831011631

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item