পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ টাকা পেলেই গাড়ী ছাড়েন!

মামুনুর রশিদ মেরাজুল রংপুর পীরগঞ্জে থেকেঃ

রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) দুর্ঘটনায় কবলিত কয়েকটি যানবাহন ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি ৩ টি পরিবহন ছেড়ে দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উল্লেখিত মহাসড়কের পীরগঞ্জের বড়দরগা নামকস্থানে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সড়ক দুর্ঘটনায় কবলিত বাস, ট্রাক ও কারসহ অন্যান্য যানবাহন আটকের পর মামলা করা হয়। ওইসব যানবাহন আদালতের নির্দেশ ছাড়াই বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্প্রতি মোটা অংকের টাকা নিয়ে ৩টি গাড়ী ছেড়ে দিয়েছেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে। ছেড়ে দেয়া গাড়ীগুলো হলো- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর আকিমুল হোসেনের ‘শঠিবাড়ী এক্সপ্রেস, পীরগঞ্জের গুর্জিপাড়ার ব্যবসায়ী ফারুক হোসেন মন্ডলের একটি বাস ও ঢাকার হানিফ এন্টারপ্রাইজ। ওইসব গাড়ী ছেড়ে দেয়ার পর দুর্ঘটনার অভিযোগে ওই ফাঁড়িতে আটক ‘এসকে স্পেশাল’ নামক একটি বাস ছাড়িয়ে নিতে আসেন রংপুরের এক শ্রমিক নেতা। ওই নেতা ফাঁড়ির আই.সি ফরিদ হোসেনের সাথে আলোচনা করলেও গাড়ীটি ছাড়া হয়নি। এ ব্যাপারে ওই শ্রমিক নেতা মোতালেব আলী বলেন- গাড়ীর কাগজপত্রে একটু ত্র“টি ছিল। তা সংশোধন করা হচ্ছে। তিনি আরও বলেন- ইনচার্জ এর আগেও ৩টি গাড়ী ছেড়ে দিয়েছেন। আমাদেরটাও ছেড়ে দিতে পারতেন। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ হোসেন বলেন- আমি আমার ক্ষমতাবলে গাড়ীগুলো ছেড়ে দিয়েছি। আপনাদের যা করার আছে করেন বলেই ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বগুড়া হাইওয়ে পুলিশের এএসপি (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন- দুর্ঘটনায় কবলিত যানবাহন তো সারাজীবন থানায় থাকবে না। কাগজপত্র দেখে কারো না কারো জিম্মায় দিতে হয়। তবে আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। আমরা মানুষের নিরাপত্তায় কাজ করে থাকি। কোন কোন ক্ষেত্রে মানুষ আমাদেরকে ভূল বুঝে থাকেন।

পুরোনো সংবাদ

রংপুর 9216067849543045114

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item