রংপুর নগরীর সোডাপীর হতে ১০কি:রাস্তার উদ্বোধন করেন-রসিক মেয়র

হাজী মারুফ :


রংপুর নগরীর সোডাপীর মাজার হতে খটখটিয়া পর্যন্ত একটি কালর্ভাট সহ ১.৪ কিলোমিটার লালপুল হতে ফুল আমের মোড় ও শ্যামলার বাজার হয়ে ময়নাকুঠি পর্যন্ত ১০টি কালভার্ট সহ ৬.৫০কিলোমিটার  ও নিউ জুম্মাপাড়া পাকার মাথা হতে ফুল আমের রোড বটতলা পর্যন্ত ৪টি কালভার্ট সহ ১.৮০কিলেমিটার মোট প্রায় ১০ কিলোমিটার রাস্তা বর্ধিত করনের কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, প্রতিমন্ত্রী ।
এ উপলক্ষে মঙ্গলবার ৪নং ওয়ার্ডের ফুল আমের মোড়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, প্রতিমন্ত্রী স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারাধন চন্দ্র রায়,আনোয়ারুল ইসলাম,আবুল মঞ্জুর কুঠিয়াল,শফিকুল ইসলাম দুলাল, সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমান,৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম,৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হাকিমুজ্জামান সাগর, ময়নাকুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ,মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, রংপুর দর্জি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ মিঠু প্রমুখ।
উল্লেখ্য এমজিএসপি ও বিশ্ব ব্যাংক অর্থায়নে ১২ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে  প্রায় ১০ কিলোমিটার রাস্তা, বিদ্যুতের পোল ও লাইন ও সৌন্দর্য বর্ধনে  রাস্তার দুই ধারে গাছ লাগানো  হবে ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1894620746999127737

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item