পাগলাপীরে সড়কের উপর অবৈধ দোকান পাট উচ্ছেদ করলেন হাইওয়ে পুলিশ

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর প্রতিনিধিঃ
অবশেষে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে সড়কের উপর অবৈধ দোকান পাট উচ্ছেদ করলেন হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা তিন দিন হাইওয়ে তারাগঞ্জ থানার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে পুলিশসদস্যরা নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে পাগলাপীর বন্দরের বেতগাড়ীর মোড়, রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের উপর কলা সহ ফলমুলের দোকানপাট এবং পানসিগারেটের দোকান পাট উচ্ছেদ করেছেন। এদিকে হাইওয়ে পুলিশের নিরবিচ্ছিন্ন অভিযানে পাগলাপীর বন্দরের সড়কের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদ হওয়ায় কিছুটা হলেও যানজট মুক্ত হয়েছে। অপরদিকে পাগলাপীরে যানজট নিরসনে সড়কের উপর অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযানের বিষয়ে হাইওয়ে তারাগঞ্জ  থানার ওসি আব্দুল্লাহেল বাকী প্রতিনিধিকে জানান, হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা সড়কের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে আমাদের অভিযানে পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়কের উপর কলা সহ ফলমুলের দোকানপাট, বেতগাড়ী মোড়ের উপর পানসিগারেটের দোকান পাট বসানো বন্ধ হয়েছে। তবে যেসব দোকানপাট এখনো পর্যন্ত সড়ানো হয়নি তারা আমাদের বেধে দেওয়া সময়ের মধ্যে সড়িয়ে নিবে। আশা করছি আমাদের অভিযান অব্যহতের মধ্য দিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে পাগলাপীরের সাধারণ মানুষের। সরেজমিনে পাগলাপীর বন্দরে টিন ব্যবসায়ী শফিকুল, গার্মেন্টস ব্যবসায়ী বাদশা মিয়া সহ বিভিন্ন মহল জানান, পাগলাপীর বন্দরে স্থায়ীভাবে যানজট নিরসন করতে ট্রাফিক সিগনালের কোন বিকল্প নেই। তাদের মতে পাগলাপীর বন্দরে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সিগনাল চাই। জানাগেছে পাগলাপীর বন্দরে গোলচত্ত্বর, রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়ক সহ বিভিন্ন সড়কের উপর অবৈধ দোকানপাট বসানোর কারণে বিভিন্ন যানবাহন চলাচল করাতো দুরের কথা পথচারী চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। সাম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক যুগের আলোয় প্রকাশিত হলে হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশের এ নিরবিচ্ছিন্ন অভিযানে পাগলাপীর বন্দরে সড়কের উপর অবৈধ দোকান উচ্ছেদ অভিযান অব্যহত চলছে।

পুরোনো সংবাদ

রংপুর 5807562612245213483

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item