রংপুরে মুসলিম এইডএ শিবির ক্যাডারের আস্তানা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

হাজী মারুফ :

রংপুর মুসলিম এইড ইনষ্টিটিউট অব টেকনোলজিতে জামাতশিবিরের ছত্র-ছায়ার পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উেেঠছে । যথন সারাদেশ জঙ্গী প্রতিরোধে ব্যস্ত তখন রাজশাহী,খুলনা শিবির ক্যাডাররা আশ্রয় নিয়েছে মডার্ন মোড়ে মুসলিম এইড এ । সুত্রে জানা গেছে  স্বাধীনতা বিরোধী শক্তি নানা ভাবে দেশকে অস্থিতিশীল করতে এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন সময় নানান কৌশলে তাদের অপচেষ্ঠা অবহ্যত রেখেছে। এসবের বেশীর ভাগই এনজিও কর্মকান্ডের মাধ্যেমে নীরবে তাদের কর্মকান্ড জঙ্গী তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার এসব এনজিওর একটি তালিকা প্রণয়ন করেছে ( সূত্র: ২৯ মার্চ, ২০১২, বাংলাদেশের সকল জাতীয় দৈনিক পত্রিকা,২১ জুলাই বা ং লাদেশ প্রতিদিন ও কালের কন্ঠ)  । প্রতিবেদনে বলা হয় এসব এনজিও দেশের বিভিন্নস্থানে কারিগরি প্রশিক্ষণ, এতিম প্রতিপালনিএর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।  সরকারের কালো তালিকা ভুক্ত এনজিও সমূহের মধ্যে একটি মুসলিম এইড উল্লেখ্যযোগ্য, যার একটি শাখা রংপুরের মর্ডান মোড়ে । উল্লেখ্য  যে, যুক্তরাজ্য ষ্ট্রভিত্তিক এনজিও মুসলিম এইডের ট্রাষ্ট্রি বোর্ডের চেয়্যারম্যান চৌধুরী মঈণ উদ্দীন ৭১ সালের মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামী যাকে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল মৃত্যুদন্ড প্রদান করে।
মুসলিম এইড বাংলাদেশ শাখার সাবেক কান্ট্রি ডিরেক্টর  ৯০ এর দশকের ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এছাড়া মুসলিম এইড বর্তমান কান্ট্রি ডিরেক্টর  খুলনা বিএল কলেজ  ৯০ দশকের ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয় এবং পড়ে খুলনা সিটি কলেজের ছাত্র শিবিরের নির্বাচিত সভাপতি হন । সে ২০০৭-২০১০ সাল পর্যন্ত কাটাবন জামায়াত  শাখার সভাপতিও ছিল।
বিগতসময় সংস্থাটির রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন রংপুরে নাশকতায় অর্থ যোগান এবং নাশকতার সাথে সম্পৃক্ততার অভিযোগে সে এবং ০২ শিক্ষার্থী গ্রেফতার হয়।  কোতয়ারী থানার পরিদর্শক তৎকালীন
 (তদন্ত) মিজানুর রহমান জানান, মোজাম্মেল হোসেন কুষ্টিয়ার আদর্শ পাড়ার জামায়াত নেতা মোবাশ্বের হোসেনের ছেলে। মোজাম্মেল হোসেন ছাত্র জীবনে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
 উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটিপ্রতি বছর গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নামে দাতা সংস্থা সমূহের কাছে থেকে মোটা অংকের টাকা সংগ্রহকরে এবং সেই অর্থ শিবির কে সংগঠিত করার কাজেই বেশী ব্যয় হয়। এ সংক্রান্ত বিষয়টি দুর্নীতি দমন কর্তৃক তদন্তাধীন রয়েছে। এত সব কিছুর পরও সংস্থাটি প্রশাসনের নাকের ডগায় তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে এবং রংপুরকে জঙ্গীমুক্ত রাখতে প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল সহ  সকল কার্যক্রম  রংপুর থেকে  বন্ধের দাবি জানায়  না হলে রংপুরে বহর্ওর আন্দোলন গড়ে তোলা হবে । রংপুর জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।রংপুরকে জঙ্গীমুক্ত রাখতে প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল সহ  সকল কার্যক্রম  রংপুর থেকে  বন্ধের দাবি জানায়  
এদিকে সরজমিনে গতকাল রংপুর মর্ডান মুসলিস এইডএর বিরুদ্ধে নানা অনিয়ম সেচ্ছাচারিতা অভিযোগ উঠেছে ।  বর্তমান ভাইস প্রিন্সিপাল এমডি সাজেদুল আলম চলমান বার্তাকে জানান এই প্রতিষ্ঠান একটি কারিগরি প্রতিষ্ঠান এখানে
জামাত শিবির জঙ্গী নাই । নাম না প্রকাশ করার শর্তে শিক্ষাথী বলেন এরা ভোল্ট পাল্টিয়ে এখন আওয়ামীলীগের সুর ধরেছে । এরা এখন মোবাইলে জয় বাংলার শ্লোগান রিংটন ব্যবহার করছে । বিভিন্ন জেলা থেকে অনেক ছাত্র আসে উল্লেযেগ্য রাজশাহী,খুলনার শিবিরক্যাডাররা এসে বৈঠক করে চলে । সচেতন মহল  গোয়েন্দা নজরদারী  জরুরী । এ বিষয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান শাফি জানান মুসলিম এইড যদি রাষ্টবিরোধী সরকার বিরুদ্ধি কর্মকান্ড করে তাহলে আমরা দৃর্বার আন্দোলন গড়ে তুলব ও জেলা পুলিশ সুপারকে অবগত করব । জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মনির হোসেন বলেন জামাত শিবির কোন প্রতিষ্ঠানে থাকলে ছাড় দেওয়া হবেনা । মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন বলেন সেখানে শিবির সেখানেই লড়াই হবে ।

পুরোনো সংবাদ

রংপুর 1560255934046646458

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item