মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২০

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ
 শুক্রবার রংপুরের পীরগাছায় এক মসজিদ নির্মাণের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে উভয় গ্রুপের আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চরতাম্বুলপুর গ্রামের চরাঞ্চলে কিছুদিন পূর্বে  স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পাইকার জামে মসজিদ নামে একটি মসজিদ স্থাপিত হয়। মসজিদ নির্মাণের প্রাক্কালে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় শাহজামাল। তিনি মসজিদ নির্মাণের শেষে স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন থেকে হিসাব দেয়ার কথা বলে আসছিল। কিন্তু শাহজামাল হিসাব না দিয়ে বিভিন্ন তালবাহনা শুরু করে কারক্ষেপন করতে থাকেন। ঘটনার দিন শুক্রবার নামাজের পর স্থানীয় মুসুল্লী কালামসহ আরো অনেকে শাহজামালের নিকট থেকে সঠিক হিসাব চান। তিনি দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরমুহুর্তে শাহজামাল তার লোকজন সাথে নিয়ে লাঠি সোটা হাতে কালাম গ্রুপের লোকজনকে মারপিট শুরু করেন। এতে উভয় গ্রুপের সংঘর্ষে প্রায় ২০ আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় শফিকুল ইসলাম(৩৫), কালাম মিয়া(৩৮), মোজাফ্ফর আলী(৪২), মজির উদ্দিন(৩২)সহ প্রায় ৯জনকে তাৎক্ষণিকভাবে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আবার যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। এব্যাপারে পীরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে সুত্রে জানা যায়।

পুরোনো সংবাদ

রংপুর 8054288226038834653

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item