পীরগঞ্জে শহিদ ডা: কৃষি প্রযুক্তি ইনিষ্টিটিউট পাঠদান উদ্বোধন

মামুনুর রশিদ মেরাজুল রংপুর পীরগঞ্জ থেকে:
উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া শহিদ ডাক্তার আকবর আলী কৃষি প্রযুক্তি ইনিষ্টিটিউট শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন, নবীন বরন, জঙ্গিবাদ বিরোধী  মানব বন্ধন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিটের উদ্ভাবনী ফলের চারা বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি দুইটি পর্বে হয় প্রথম শেসনে উপজেলা কৃষিবিদ সমির চন্দ্র ঘোষের সভাপতিত্বে দেশীয় প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়। বক্তরা চারা রোপনের দিন থেকে সঠিক পরিচর্যা পরিমিত সার প্রয়োগ কৌশল গত দিক আলোচনা করেন। দ্বিতীয় পর্বে ইনিষ্টিটিট সভাপতি মোদাবেরুল ইসলামের সভাপতিত্বে পাঠদান কার্যক্রমের উদ্বোধন নবীন বরণ ও জঙ্গি হামলা প্রতিরোধে মানব বন্ধন করা হয়। অতিথি বৃন্দ শিক্ষার্থীর উদ্দ্যেশে বলেন কৃষি নির্ভর বাংলাদেশে অত্র প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম বিভিন্ন কারণে দেশে দিন দিন ফসলের জমি হ্রাস পাচ্ছে অল্প জমি থেকে প্রযুক্তি খাটিয়ে অধিক ফসল ঘরে আসলে নিজের আয় তথা সমগ্র দেশে উন্নয়ন ঘটানো সম্ভব উক্ত কলেজে পাঠ্যক্রম শেষ করে শিক্ষার্থীরা কৃষি প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহা-পরিচালক কৃষি গবেষণা ইনিষ্টিটিট ঢাকা ড. রফিকুল ইসলাম মন্ডল খাজা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খলিলুর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাকিবুল ইসলাম সমগ্র অনুষ্ঠানটি সংঞ্চালন করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যপক ফাতেমা নূরী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8098488363953251710

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item