পাগলাপীরে বাস স্ট্যান্ডে যাত্রীদের উপচে পরা ভীড়

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে বিভিন্ন বাসকোর্স স্ট্যান্ডে চলছে যাত্রীদের উপচে পরা ভীড়। জানাগেছে পাগলাপীরে পবিত্র ঈদুল আযহা উৎসবে নাড়ীর টানে বাড়ি ফেরা কর্মজীবি মানুষরা ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার পালায় পাগলাপীর বন্দরের বিভিন্ন বাস কোর্স স্ট্যান্ড গুলোতে যাত্রীদের উপচে পরা ভীড় জমেছে। গত ৫ দিন ধরে এ পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যহ সকাল থেকে রাত্রি ১২ টা পর্যন্ত পাগলাপীর বন্দরের ডালিয়া নীলফামারী, সৈয়দপুর দিনাজপুর, পঞ্চগড় ঠাকুরগাও, রংপুর বগুড়া ও ঢাকা চট্টগ্রাম কোচ স্ট্যান্ডে। নারী পুরুষ যাত্রীরা কর্মস্থলে ফিরে যাওয়ার তাগিদে জীবনের ঝুকিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এসব স্ট্যান্ড হতে গন্তব্য স্থানে যাচেছন।  আর যাত্রীদের উপচে পরার ভীড়ে সুযোগ নিয়ে কাউন্টার ব্যবসায়ী হাতিয়ে নিচেছন বাড়তি টাকা। ৪ শ টাকা ভাড়ার স্থলে ১ হাজার টাকা, ৮ শ টাকার ভাড়ার স্থলে ১৮ শ থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।

পুরোনো সংবাদ

রংপুর 5479554259594968080

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item