পীরগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা, স্কুল ফাঁকি দিয়ে বাণিজ্য নিয়ে দিন কাটছে তাদের

মামুনুর রশিদ মেরাজুল-রংপুর পীরগঞ্জ থেকেঃ

রংপুরের পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি ইউনিয়নের শতাধিক স্কুলের শিক্ষক/শিক্ষিকারা ক্লাশ ফাঁকি দিয়ে নিজ ব্যবসা-বাণিজ্য তদবীর করতে দিন কাটছে তাদের। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অনেকেই বিদ্যালয় ফাঁকি দিয়ে উপজেলা সদরে ব্যবসা, অফিস পাড়ায় বিভিন্ন ধরনের শিক্ষকদের বদলীর তদবীর করতে কর্মকর্তাদের পিছনে ঘুর ঘুর করেন। দিনের পর দিন ওইসব শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে শুধুমাত্র হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে উপজেলা সদরে এসে সময় কাটান। দীর্ঘদিন ধরে ২৫ জনেরও বেশী প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও দিনের পর দিন উপজেলা সদরে অবস্থান করেন। উল্লেখ্য, শিক্ষকদের সাথে সহকারী শিক্ষা অফিসারদের সাথে ব্যক্তিগত তদবির থাকায় তাদের কোন কৈফিয়ত দিতে হয় না। সুযোগ বুঝে ওইসব কর্মরত  শিক্ষকরাও নির্দিষ্ট সময়ের অনেক পরে বিদ্যালয়ে হাজির হয়ে নামমাত্র ক্লাস নিয়ে দুপুরের পরে পরেই বাড়ি চলে যায়। প্রধান শিক্ষকদের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান অসন্তোষজনক হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অবিভাবকগনের সাথে দ্বন্দ লেগে থাকে। ওই সকল শিক্ষকদের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। ফলে ওইসব বিদ্যালয়ে লেখাপড়ার মান দিনের পর দিন কমে যাচ্ছে। সে কারনে উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও গড়ে উঠছে শত-শত কিন্ডার গার্ডেন স্কুল। অবিভাবকগণও তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে ভীড় জমাচ্ছেন ওইসব কিন্ডার গার্ডেন স্কুলে। এদিকে রাজারামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন ইজাজ লেভিন, দিনের পর দিন স্কুল ফাঁকি দিয়ে পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া মোড়ে নাহিদ মোবাইল এন্ড ইলেকট্রনিক্স এর দোকানে নাম বিহীন মোবাইল ফোন -ি২১ দোকানে তুলে ক্রেতাদেরকে ধোকা দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে একাধিক মোবাইল ভুক্তভোগী ক্রেতা জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহাতাব হোসেন বলেন স্কুল ফাঁকি দিয়ে কেউ ব্যবসা করলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4231344595248227384

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item