পীরগঞ্জে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ

মামুনুর রশিদ মেরাজুল-রংপুর পীরগঞ্জ থেকেঃ

-২০১৭ অর্থ বছরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বন্যাক্রান্ত/  অন্যান্য দুর্যোগাক্রান্ত/ অতিদরিদ্র ব্যক্তি/পরিবারকে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদানের নিমিত্ত ভিজিএফ কর্মসূচির আওতায় পীরগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে প্রতিটিতে ১০(দশ) কেজি হারে ৬৬,৭৬৭টি কার্ডের বিপরীতে ৬৬৭,৬৭০ এবং পীরগঞ্জ পৌরসভার ১৫৪০টি কার্ডের জন্য ১৫,৪০০ মে: টন চাল বরাদ্দ হয়েছে। স্থানীয় সরকারি খাদ্য গুদাম হতে বরাদ্দকৃত ভিজিএফ চাল উত্তোলন করে অনুমোদিত ভিজিএফ তালিকায় কার্ড ধারীর মাঝে বিনামূল্যে ১০(দশ) কেজি হারে চাল বিতরণ শুরু হয়েছে। বরাদ্দকৃত ইউনিয়নগুলো ১নং চৈত্রকোল- ৪১.০০০ মে: টন, ২নং ভেন্ডাবাড়ী- ৩৭.০০০ মে: টন, ৩নং বড় দরগাহ- ৪৯.০০০ মে: টন, ৪নং কুমেদপুর- ৪০.০০০ মে: টন, ৫নং মদনখালী- ৪২.০০০ মে:টন, ৬নং টুকুরিয়া- ৩৬.৩০০ মে: টন, ৭নং আলমপুর- ৩৬.৩৭০ মে: টন, ৮নং রায়পুর- ৩৪.৫০০ মে: টন, ৯নং পীরগঞ্জ- ৪২.০০০ মে: টন, ১০নং শানেরহাট- ৪৪.৫০০ মে: টন, ১১নং পাঁচগাছি- ৪৪.০০০ মে: টন, ১২নং মিঠিপুর- ৫৩.০০০ মে:টন, ১৩নং রামনাথপুর- ৬০.০০০ মে: টন, ১৪নং চতরা- ৫০.০০০ মে: টন, ১৫নং কাবিলপুর- ৫৬.০০০ মে: টন এবং পৌরসভা- ১৫.৪০০ মে: টন চাল বরাদ্দ হয়েছে। প্রতিটি ইউনিয়নে উপজেলা প্রশাসন থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ চাল বিতরণের কাজ তদারকি করছেন। গত ৪ এবং ৫ তারিখে চৈত্রকোল ও ৫ তারিখে পীরগঞ্জ ইউনিয়নের ঈদ-উল-আযহা উপলক্ষে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4604762008768642201

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item