কমিউনিটি পুলিশিং সদ্যপুস্করনি ইউনিয়ন শাখা পালিচড়ায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রংপুর অফিস :

রংপুর সদর উপজেলার পালিচড়া খান চৌধুরী একরামিয়া দাখিল মাদ্রাসা মাঠে কমিউনিটি পুলিশ ৯ নং সদ্যপুস্করনি ইউনিয়ন শাখার উদ্যেগে গত মঙ্গলবার (৩০ আগষ্ট) জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগীয় সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক সুশান্ত ভৌমিক, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ওয়াহাব মিঞা প্রমুখ।
সমাবেশে সুচনা বক্তব্য রাখেন, ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মামুন-অর-রশিদ। প্রধান অতিথির বক্তব্যে এ বি এম জাকির হোসেন বলেন, পুলিশ জনতা এক হয়ে কাজ করলে জঙ্গিবাদ ও মাদক তো দুরের কথা এ দেশে কোন অপরাধেই মাথা চাড়া দিতে পারবে না।
রংপুর বিভাগীয় সমন্বয়কারী সুশান্ত ভৌমিক বলেন, বাংলাদেশ শান্তির দেশ, আমরা যদি জনসাধারন সচেতন থাকি তাহলে এদেশকে কেউই অশান্ত করতে পারবে না।
কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, যখন পুলিশ জনতা সঙ্গি, তখন নিপাত যাবে মাদক সহ জঙ্গি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ওয়াহাব মিঞা, আওয়ামী লীগ নেতা নুরে কাওছার বকুল, সাবেক ইউ পি সদস্য আঃ মোতালেব, মমিনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।
সমাবেশে শতশত নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার অঙ্গিকার করেন।

পুরোনো সংবাদ

রংপুর 7465736290467967252

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item