টানা বৃস্টিতে একাকার নীলফামারী জেলা

ইনজামাম-উল-হক নির্ণয়-
ঘোর বর্ষাকালকে হার মানিয়েছে আশ্বিন মাসের টানা বৃস্টি। শনিবার বিকাল হতে শুরু হওয়া এই বৃস্টি চলছে। রবিবার বিকাল ৫টা পর্যন্ত এমন বৃস্টি অব্যাহত ছিল । কখনো মুষলধারে,কখনো বা ঝিমঝিম, আবার টিপটিপ। ফলে টানা বৃস্টিতে নীলফামারীর ছয় উপজেলা ও চার পৌরসভা এলাকা কাঁদাজলে একাকার হয়ে উঠেছে। বেড়েছে জনদুর্ভোগ। সেই সঙ্গে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃস্টির কারনে খেটে খাওয়া মানুষজন বের হতে পারেনি। সড়কে রিক্সা ও ভ্যান চলাচল কমে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার তিস্তা অববাহিকায় ডালিয়ায় ৭৮ ,নীলফামারী সদরে ৫১ সৈয়দপুরে ৬৬ ডোমারে ৩৩ ডিমলায় ১০৫ জলঢাকায় ২৯ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৫ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার দশমিক ১০ সেন্টিমিটার (৫২ দশমিক ৩০ মিটার)নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার।
জেলা জুড়ে বৃস্টি ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র এবং জেলা কৃষি বিভাগ।
এদিকে টানা বৃস্টিতে ডিমলা উপজেলার পরিস্থিতি খারাপের দিকে গেছে। রাস্তাঘাটগুলো বৃস্টির পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা অন্যান্য এলাকায়। জেলা শহরে পানি নিস্কাশনের অভাবে  শহরের অনেক এলাকা তলিয়ে গেছে। হাটু পানিতে আটক পরেছে জেলা শহরের অনেক এলাকার শত শত মানুষ। কোথাও কোথাও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পরেছেন শহরবাসী। জেলা শহরে পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার ঘটনা শহরবাসীকে ভাবিয়ে তুলেছে।

                                      টানা বৃস্টিতে একাকার নীলফামারী জেলা

ইনজামাম-উল-হক নির্ণয়-ঘোর বর্ষাকালকে হার মানিয়েছে আশ্বিন মাসের টানা বৃস্টি। শনিবার বিকাল হতে শুরু হওয়া এই বৃস্টি চলছে। রবিবার বিকাল ৫টা পর্যন্ত এমন বৃস্টি অব্যাহত ছিল । কখনো মুষলধারে,কখনো বা ঝিমঝিম, আবার টিপটিপ। ফলে টানা বৃস্টিতে নীলফামারীর ছয় উপজেলা ও চার পৌরসভা এলাকা কাঁদাজলে একাকার হয়ে উঠেছে। বেড়েছে জনদুর্ভোগ। সেই সঙ্গে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃস্টির কারনে খেটে খাওয়া মানুষজন বের হতে পারেনি। সড়কে রিক্সা ও ভ্যান চলাচল কমে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার তিস্তা অববাহিকায় ডালিয়ায় ৭৮ ,নীলফামারী সদরে ৫১ সৈয়দপুরে ৬৬ ডোমারে ৩৩ ডিমলায় ১০৫ জলঢাকায় ২৯ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৫ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার দশমিক ১০ সেন্টিমিটার (৫২ দশমিক ৩০ মিটার)নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার।
জেলা জুড়ে বৃস্টি ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র এবং জেলা কৃষি বিভাগ।
এদিকে টানা বৃস্টিতে ডিমলা উপজেলার পরিস্থিতি খারাপের দিকে গেছে। রাস্তাঘাটগুলো বৃস্টির পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা অন্যান্য এলাকায়। জেলা শহরে পানি নিস্কাশনের অভাবে  শহরের অনেক এলাকা তলিয়ে গেছে। হাটু পানিতে আটক পরেছে জেলা শহরের অনেক এলাকার শত শত মানুষ। কোথাও কোথাও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পরেছেন শহরবাসী। জেলা শহরে পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার ঘটনা শহরবাসীকে ভাবিয়ে তুলেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7924006362965130814

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item